Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

স্থানীয় সরকার প্রকৌশলীর কার্যাবলী

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। ইহা একটি সরকারী সেবা মুলক প্রতিষ্ঠান। যা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের আওতায়। দপ্তরের কার্যবলীঃ-

১. স্থানীয় পর্যায়ে সকল প্রতিষ্ঠান, অফিস ও জনসাধারনকে কারিগরী সহায়তা প্রদান।

২. সরকারি, রেজিষ্টার্ড বেসরকারি, কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের নির্মান কাজ বাস্তবায়ন।

৩. বার্ষিক উন্নয়ন (এডিপি) প্রকল্পের কাজ তদারকিসহ বাস্তবায়ন করা।

৪. ছোট-বড় ব্রীজ কালভার্ট,ড্রেন ইত্যাদি নির্মান করা।

৫. গ্রোথ সেন্টার, হাট-বাজার ইত্যাদির ভৌত অবকাঠামো উন্নয়ন করা।

৬. উপজেলা সড়ক, ইউনিয়ন সড়কসহ গ্রামীন রাস্তা-ঘাটের উন্নয়ন ও মেরামত কাজ বাস্তবায়ন।

৭. ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ কাজ বাস্তবায়ন।

৮. ক্ষুদ্রাকার পানি সম্পদ প্রকল্পের আওতায় ছোট বড় সুইচ গেট, বাঁধ ও ইরিগ্রেশন ড্রেন নির্মান।

৯. LCS কর্মসূচীর আওতায় গ্রামীণ দুঃস্থ তালাক প্রাপ্ত,বিধবা, অসহায় মহিলাদের মাধ্যমে সারা বৎসর রাস্তার রক্ষণাবেক্ষণ ও রাস্তার পার্শ্বের বৃক্ষরোপন ও পরিচর্যা করন।

১০. RERMP প্রকল্পের আওতায় গ্রামীণ দুঃস্থ তালাক প্রাপ্ত,বিধবা, অসহায় মহিলাদের মাধ্যমে সারা বৎসর রাস্তার রক্ষণাবেক্ষণ ও রাস্তার পার্শ্বের বৃক্ষরোপন ও পরিচর্যা করন।